‘প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিংয়ের সাথে রাশিয়া জড়িত ছিল’
আন্তজার্তিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পেছনে রাশিয়ার হ্যাকিং ছিল। নিউইয়র্কে প্রেসিডেন্টের দায়িত্বভার নিয়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে ট্রাম্প একথা স্বীকার করেন।
সম্প্রতি আমেরিকার তিনটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে জানানো হয়েছিল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই প্রভাবিত হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ যেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টনকে কোনভাবেই বিশ্বাস না করে।
এমন রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দাসংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকের পর প্রথমে তিনি হ্যাকিংয়ের কথা মেনে নিলেও পরে টুইট করে জানিয়েছিলেন, হ্যাকিং হলেও সেটা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কোন প্রভাব ফেলে নি। ভোট প্রক্রিয়া স্বচ্ছভাবেই অনুষ্ঠিত হয়েছে। ভোট দেওয়ার মেশিনেও কোন কারচুপি করা হয়নি।