• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

প্রেমের ইনিংস খেলার মাঠে-পরে বিয়ের প্রস্তাব প্রেমিকাকে!


প্রকাশিত: ৫:১৪ এএম, ৩ জানুয়ারী ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২৪ বার

স্পোর্টস রিপোর্টার :  গত রিও অলিম্পিকে আলো-ঝলমলে সুইমিংপুলে প্রেম নিবেদনের কথা bbনিশ্চয়ই ভুলে যাননি ক্রীড়াপ্রেমীরা। চীনা সাঁতারু হি ঝিকে হাঁটু গেড়ে বসে ফুল দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁরই স্বদেশি সাঁতারু কিন কেই। ঠিক সে রকম না হলেও খেলার মাঠে এবার বিয়ের প্রস্তাব দিয়ে সাড়া ফেলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার শচীন বেবী।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার শচীন বেবী বিয়ে করছেন আগামী ৫ জানুয়ারি। প্রেমিকা আন্না ক্যান্ডিকে প্রস্তাব দিতে তিনি বেছে নিয়েছেন খেলার মাঠ। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে, একজন দর্শকও নেই গ্যালারিতে। শুধু মাঠে একজন বোলার, বেঙ্গালুরুর জার্সি গায়ে আন্না ক্যান্ডি। পিচে যাওয়ার আগে চোখাচোখি হলো বোলার আন্না ক্যান্ডি এবং ব্যাটসম্যান শচীন বেবীর! ব্যাট-বলের খেলা হয়েছে অল্প কিছুক্ষণ। তাতে দেখা যাচ্ছে আন্নার বলে উপড়ে যায় শচীনের উইকেট। এরপর উচ্ছ্বাস। পরে বোলারের সামনে এসে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিলেন ব্যাটসম্যান। তৈরি হলো অন্যরকম একটা মুহূর্ত। তা হয়তো ভাষায় প্রকাশ করার মতো নয়।