• মঙ্গলবার , ২১ জানুয়ারী ২০২৫

প্রস্তুতি শেষ আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ


প্রকাশিত: ৯:৫০ পিএম, ২০ জানুয়ারী ২৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪ বার

 

কূটনৈতিক রিপোর্টার : প্রস্তুতি শেষ আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ কয়েক ঘন্টা পর। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবিধান অনুযায়ী, নতুন প্রেসিডেন্টের শপথ ২০ জানুয়ারি স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হবার কথা। চলমান শৈত্যপ্রবাহের কারণে দীর্ঘ চার দশক পর কংগ্রেসের ভেতরে শপথ নেবেন ট্রাম্প। শপথ নেয়ার পর প্রথম ভাষণে তুলে ধরবেন তার কর্মপরিকল্পনা। অভিষেক অনুষ্ঠানকে ঘিরে রাজধানী ওয়াশিংটন ডিসিজুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ দ্বিতীয়বারের মতো শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চার বছর পর হোয়াইট হাউসে ফিরবেন ৭৮ বছর বয়েসী এই রিপাবলিকান নেতা। বাংলাদেশ সময় রাত ১১টা নাগাদ ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের ভেতরে রোটুন্ডায় তাকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশে ভাষণ দিবেন নতুন প্রেসিডেন্ট। এতে আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরবেন তিনি। একই দিন শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।

ঐতিহ্যবাহী এই শপথগ্রহণ অনুষ্ঠানে কিছুটা ভিন্নতা দেখা যবে। আগের বছরগুলোতে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ অনুষ্ঠান হলেও এবার সেটি হবে ক্যাপিটল রোটুন্ডায়। প্রচণ্ড ঠান্ডার কারণে অনুষ্ঠানটি ইনডোরে সরিয়ে নেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রযুক্তি জগতের শীর্ষ ব্যক্তিত্ব ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গসহ আরও বেশ কয়েকজন। উপস্থিত থাকবেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। অতিথিদের মধ্যে আরও থাকবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা। রীতি ভেঙে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইসহ বেশ কয়েকজন বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে এই শপথ অনুষ্ঠানে।

অনুষ্ঠান ইনডোরে নেয়ার আগেই ট্রাম্পের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ২ লাখ ২০ হাজারের বেশি টিকিট বিতরণ করা হয়েছে। যারা টিকিট পাননি, তারা ন্যাশনাল মল থেকে বিশাল ভিডিও স্ক্রিনে শপথ অনুষ্ঠান দেখতে পারবেন। এছাড়া অনুষ্ঠান শেষে ক্যাপিটল হিল থেকে পেনসিলভানিয়া অ্যাভিনিউ দিয়ে হোয়াইট হাউজে যাওয়ার সময়ও ট্রাম্পকে দেখতে পারবেন সাধারণ মানুষ।

ট্রাম্পের এবারের শপথ অনুষ্ঠানে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ক্যারি আন্ডারউড এবং লি গ্রিনউডের মতো জনপ্রিয় শিল্পীরা। এছাড়া ‘ওয়াই.এম.সি.এ.’ গানে পারফর্ম করবেন ভিলেজ পিপল। গান পরিবেশন করবেন কিড রক এবং বিলি রে সাইরাসও।

শপথ গ্রহণের পর একাধিক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। তার মধ্যে আছে অবৈধ অভিবাসীদের গণহারে বিতাড়িত করা এবং তেল উত্তোলন তৎপরতা বাড়ানো। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের নিরাপত্তায় রাজধানীতে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল গার্ডের ৭৮০০ সদস্যসহ ২৫ হাজার আইন প্রয়োগকারী সংস্থার সদস্য।