• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

প্রশাসনে রদবদল-২৪ জেলায় নতুন ডিসি


প্রকাশিত: ৮:২৭ পিএম, ২ মে ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার

সচিবালয় প্রতিনিধি  : ২৪ জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল ও নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আজ ppমঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ডিসিরাই জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার ডিসি মো. আশরাফ উদ্দিনকে যশোরের ডিসি, ফেনীর ডিসি আমিন উল আহসানকে খুলনায়, লক্ষ্মীপুরের জিল্লুর রহমান চৌধুরীকে চট্টগ্রামে, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব খালেদ রহিমকে নীলফামারী, কুড়িগ্রামের ডিসি খান মো. নূরুল আমিনকে টাঙ্গাইলে, ঝিনাইদহের ডিসি মাহবুব আলম তালুকদারকে নোয়াখালী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক নাজমুস সাদাত সেলিমকে মানিকগঞ্জে, নড়াইলের ডিসি হেলাল মাহমুদ শরিফকে রাজশাহী, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মনোজ কুমার রায়কে ফেনী, আরবান প্রাইমারি হেলথ কেয়ার ওয়েলফেয়ার প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সাবিরুল ইসলামকে সুনামগঞ্জ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরকে গাজীপুরে, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব মাছুমুর রহমানকে পটুয়াখালী, বিদ্যুৎ বিভাগের উপসচিব শওকত আলীকে রাজবাড়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়া উদ্দিন আহমেদকে চুয়াডাঙ্গা, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব মোকাম্মেল হককে জয়পুরহাটে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মো. জাকির হোসেনকে ঝিনাইদহে, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত উপসচিব ওয়াহিদুল ইসলামকে মাদারীপুরে, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানকে কুড়িগ্রাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব গৌতম চন্দ্র পালকে গাইবান্ধায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব বেগম হুমায়রা বেগমকে লক্ষ্মীপুরে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব এমদাদুল হক চৌধুরীকে নড়াইলে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ আতিকুর রহমানকে মাগুরায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নূরে আলম সিদ্দিকীকে বগুড়ায় এবং বাংলাদেশ স্টেশনারি অফিসের উপপরিচালক হামিদুল হককে ঝালকাঠির ডিসি করা হয়েছে।