‘প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রীর বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ’
স্টাফ রিপোর্টার : প্রধান বিচারপতি এস কে সিনহাকে নিয়ে সরকারের দুই মন্ত্রীর বক্তব্য ‘চরম ঔদ্ধত্যপূর্ণ’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রধান বিচারপতিকে নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক যে বক্তব্য দিয়েছেন, তা চরম ঔদ্ধত্যপূর্ণ, হুমকিমূলক এবং রাজনৈতিক মাস্তানি। এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে অবৈধ সরকার একদলীয় শাসনের যাত্রাপথে সব সীমানা লঙ্ঘন করল।
তিনি বলেন, দুই মন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তা রাষ্ট্রের একটি স্বতন্ত্র অঙ্গ হিসেবে বিচার বিভাগের স্বাধীনতার ওপর অবৈধ শাসকগোষ্ঠীর নগ্ন হস্তক্ষেপ। প্রধান বিচারপতিকে নিয়ে তাদের বক্তব্য ধৃষ্টতাপূর্ণ, উসকানিমূলক ও দূরভিসন্ধিমূলক।
শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক আলোচনায় প্রধান বিচারপতি এস কে সিনহাকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে মৃত্যুদন্ডে দন্ডিত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিলের পুনঃশুনানি দাবি করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতির মন্তব্য প্রত্যাহারের দাবি জানান।