• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রী ইমরানের কৃচ্ছতায় সাজসাজ রব-


প্রকাশিত: ৮:১৫ পিএম, ২৫ আগস্ট ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২০ বার

আন্তজার্তিক ডেস্ক রিপোর্টার : পাকিস্তানে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীসহ সকল সরকারি কর্মকর্তার প্রথম শ্রেণীর টিকেটে বিমান ভ্রমণ নিষিদ্ধ করেছে ইমরান খানের নতুন সরকার। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের জনগণের অর্থ যথেচ্ছ ব্যবহার বন্ধেরও আদেশ দেয়া হয়েছে। খবর এনডিটিভির।

শুক্রবার ইমরান খানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধা্ন্ত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।
তিনি বলেন, ‘এখন থেকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সিনেটের সভাপতি, স্পিকার, জাতীয় পরিষদ সদস্য এবং মুখ্যমন্ত্রীবৃন্দসহ সকল সরকারি কর্মকর্তাকে বিজনেস ক্লাসের টিকেটে বিমান চড়তে হবে।’

সেনাপ্রধান এর আওতায় আছেন কিনা জানতে চাইলে ফাওয়াদ চৌধুরি জানান, ‘তিনি আগে থেকেই বিজনেস ক্লাসে চড়েন।’তিনি জানান, এখন থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বিদেশ সফরে আর বিশেষ বিমানে চড়বেন না। বরং বিজনেস ক্লাসের টিকেটে যাতায়াত করবেন।

সরকারি কর্মচারিদের সাপ্তাহিক কার্যদিবস ৫ দিন থেকে বাড়িয়ে ৬ দিন করার ব্যাপারেও আলোচনা করেন প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এ ব্যাপারে শেষ পর্যন্ত আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়।