• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রীর সংলাপে সন্তুষ্ট : যুক্তফ্রন্ট


প্রকাশিত: ৩:০২ পিএম, ৩ নভেম্বর ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ প্রসঙ্গে যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা সন্তুষ্ট। আরও আলোচনা হবে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে গণভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বি. চৌধুরী। তিনি আরও বলেন, আমরা নির্বাচনে যেতে প্রস্তুত। তবে বিষয়টি পরে বিস্তারিত ব্যাখ্যায় বলব।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে গণভবনে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের সঙ্গে যুক্তফ্রন্টের এ সংলাপ শুরু হয়। সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংলাপ করছে আওয়ামী লীগ। সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্য শেষে যুক্তফ্রন্টের নেতারা একে একে তাদের সাত দফা দাবি তুলে ধরেন। সংলাপে যুক্তফ্রন্টের পক্ষ থেকে ২১ নেতাকর্মী অংশ নেন। বিকল্পধারা বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ অন্য নেতারা।