• বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর বিমানে সমস্যা প্রশাসনে দুর্নীতির কারণেই-এরশাদ


প্রকাশিত: ৭:০৩ পিএম, ২৮ নভেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮০ বার

স্টাফ রিপোর্টার : প্রশাসনে দুর্নীতির কারণেই প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে সমস্যা দেখা দেয় বলে মন্তব্য করেছেন 11জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।সোমবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দলের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যখন রাষ্ট্রপ্রধান ছিলাম তখন বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছি। কখনো আমাকে বহনকারী বিমানের কোনো ত্রুটি ঘটেনি। তবে আজ তা হচ্ছে। এর কারণ প্রশাসনে দুর্নীতি বেড়ে গেছে। সভায় দলের কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের নেত্রী রওশন এরশাদ বলেন, বিভিন্ন সময় এদেশের সরকারগুলো ক্ষমতায় যাওয়ার জন্যই কেবল জাতীয় পার্টিকে ব্যবহার করেছে। আর এ কারণেই বিভিন্ন সময় এরশাদের বিরুদ্ধে করা মামলাগুলোর কোনো সুরাহা হয়নি। এসব মামলার বিষয়ে সংসদে কথা বলবো।