• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর জনসভাস্থলে প্রবেশের সময়-বরিশালের ভােটে বোতলাঘাতে লাশ


প্রকাশিত: ১২:০১ এএম, ৩০ ডিসেম্বর ২৩ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৩০ বার

বরিশাল প্রতিনিধি : প্রধানমন্ত্রীর জনসভাস্থলে প্রবেশের সময় বরিশালের ভােটে প্রতিপক্ষের বোতলাঘাতে লাশ হয়ে ঘরে ফিরেছেন এক নিরীহ আওয়ামী লীগ সমর্থক। নিহতের নাম সিরাজ শিকদার। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থীতা বাতিল হওয়া আওয়ামী লীগ নেত্রীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে প্রবেশের সময় দুপক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে।নিহত সিরাজ সিকদার (৫৮) বরিশালের হিজলা উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা কোব্বাত সিকদারের ছেলে।

স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ ও ড. শাম্মীর অনুসারীরা উভ‌য়েই নিহত সিরাজকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভুট্টো মোল্লা বলেন, মিছিল নিয়ে জনসভাস্থলে ঢুকছিলাম। আগে থেকে অবস্থান নেয়া ড. শাম্মীর অনুসারীরা বোতল নিক্ষেপ শুরু করে। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন লাঠি দিয়ে পিটিয়ে সিরাজসহ ১৫ জনকে আহত করে শাম্মীর অনুসারীরা। এর মধ্যে সিরাজ নিহত হয়েছে।

ড. শাম্মীর অনুসারী হিজলা উপজেলা কৃষক লী‌গের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ বলেন, তারা আগে থেকেই জনসভাস্থলে ছিলেন। পঙ্কজ নাথের অনুসারীরা প্রবেশ করে মারামারি শুরু করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন নিচে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যান সিরাজ সিকদার। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতয়ালী মডেল থানার ওসি আরিচুল হক বলেন, সিরাজকে যে হাসপাতালে নিয়ে এসেছে সে জানিয়েছে জনসভা মাঠে অসুস্থ হয়ে পড়েছিল সিরাজ। তখন তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কবির উদ্দিন জানান, একজনকে নিয়ে আসা হয় হাসপাতালে। প্রাথমিকভাবে ধারণা করছি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।