• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা বিশিষ্ঠ’দের


প্রকাশিত: ৫:২০ পিএম, ৩১ ডিসেম্বর ১৮ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৪ বার

বিশেষ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গতকাল তাঁর নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।এ বিজয় উপলক্ষে আজ সোমবার বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। গণভবনে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাঁরা।

মন্ত্রী, রাজনৈতিক নেতা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানরা, বিজিবি, পুলিশ ও র‍্যাবের প্রধানসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তাঁর বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন।প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রীকে।একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বসহ সচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট ২৮৭টি আসনে জয়ী হয়।