• রোববার , ২৯ ডিসেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদি ও শিনজো আবের ফোন


প্রকাশিত: ৬:৫১ পিএম, ২ জুলাই ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬৭ বার

 

কূটনৈতিক রিপোর্টার : গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন 1ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এবং বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন।

ভারত ও জাপানের প্রধানমন্ত্রী শুক্রবার রাতের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন বলেও প্রেস উইং থেকে জানানো হয়।ভারত ও জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের যেকোনো সংকটে পাশে থাকার আশ্বাস দেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এ ঘটনার তদন্ত থেকে শুরু করে যেকোনো পর্যায়ে সাহায্য করতে ভারত প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুই দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং জিম্মি উদ্ধারে সরকারের নেওয়া ব্যবস্থাগুলো সম্পর্কে তাদের অবহিত করেন।

প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্সের কথাও পুনর্ব্যক্ত করেন।শেখ হাসিনা আহত জাপানি নাগরিকের যথাযথ চিকিৎসার বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, গুলশানের হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত হন জিম্মি ২০ বিদেশি নাগরিক। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছয় হামলাকারীর মরদেহও। এছাড়া রাতে দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।