প্রত্যেক ভূমিহীন মানুষ পাবে খাসজমি-মাথা গোঁজার ঠাঁই:হাসিনা
স্টাফ রিপোর্টার : দেশের প্রত্যেক ভূমিহীন অসহায় মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ্য সামনে রেখে গুচ্ছগ্রাম প্রকল্প অব্যাহত রাখার পাশাপশি আশ্রয়ন প্রকল্প ও গৃহায়ন তহবিলের মাধ্যমে গৃহহারা মানুষকে ঘরের পাশাপাশি জীবন-জীবিকা তৈরি করে দেওয়া হচ্ছে।
আজ বুধবার সকালে লালমনিরহাটের সানিয়াজান নদীর তীরে ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বিলুপ্ত ছিটমহল কোট ভাজনী বালাসুতিতে গুচ্ছগ্রাম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব গুচ্ছগ্রামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশের প্রত্যেক ভূমিহীন মানুষকে খাসজমি ও ঘর করে দেওয়ার মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়ার মাধ্যমে পুনর্বাসন প্র্রক্রিয়া শুরু হবে।