• শনিবার , ৪ মে ২০২৪

প্রতিকূলতাকে জয় করে সাফল্য-১০ খ্যাতিমান নারীকে সম্মাননা রমনা রোটারির


প্রকাশিত: ২:৫৩ এএম, ১১ জুন ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫৩ বার

আসমা খন্দকার.ঢাকা:   খ্যাতিমান নারী কঠোর পরিশ্রম, ত্যাগ এবং নিষ্ঠার সাথে প্রতিকূলতাকে জয় করে শ্রেষ্ঠতর সাফল্য ছিনিয়ে এনেছেন, এমন ১০ জন খ্যাতিমান নারীকে সম্মাননা প্রদান করেছে রমনা রোটারি ক্লাব। প্রধান অতিথি ছিলেন রোটারীর ডিজি সাফিনা রাহমান।

পুরস্কার বিজয়ীরা হলেন ক্রীড়াঙ্গণে জোবেরা রহমান লিনু, পরিবেশে সৈয়দা রিজওয়ানা হাসান, খাবারের ঐতিহ্যে কনা রেজা, শ্রেষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সারা যাকের, ম্যাগাজিনে “অনন্যা”র তাসমিমা হোসেন, বন্ধ্যাত্ব চিকিৎসায় ড. পারভিন ফাতেমা, প্রথম নারী ভাইস চ্যান্সেলর ড. ফারজানা ইসলাম, নারী উন্নয়নে সালমা খান, প্রতিবন্ধী সেবায় ড. সুলতানা এস. জামান এবং প্রথম নারী রোটারি গভর্নর হিসেবে সাফিনা  রহমান।

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদেরকে এই সম্মান প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারীর ডিজি সাফিনা  রাহমান, সভাপতিত্ব করেন তালেয়া রেহমান।