• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

`পুলিশ বাহিনী এখন আইন ও সরকারের চেয়ে শক্তিশালী-বিচারকরা সাধারণ মানুষকে ন্যায়বিচার দিতে পারছেন না’


প্রকাশিত: ১১:৪৫ পিএম, ২৮ জুন ১৫ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬৪ বার

dab-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার.ঢাকা: আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আয়োজিত ইফতার পার্টিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।পুলিশ বাহিনী এখন আইন ও সরকারের চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করে তিনি আরো বলেন, সরকারের সবখানেই দলীয়করণ করছে।

সরকারকে উদ্দেশ্য করে খালেদা জিয়া বলেন, “ভালো ভালো চিকিৎসক যারা জাতীয়তাবাদী দলের সমর্থক তাদের চাকরি থাকে না। বিচার বিভাগে দলীয়করণ হয়েছে। ফলে বিচারকরা সাধারণ মানুষকে ন্যায়বিচার দিতে পারছেন না।”
“সরকারি দলের লোকজন খুন-খারাবি যাই করুক না কেন, তাদের কোনো বিচার নেই, তাদের ধরা হয় না, শাস্তি হয় না।”
পুলিশ প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, “দেশের পুলিশ চরম দুর্নীতি করে বেড়াচ্ছে। তারা মানুষকে কারণ ছাড়া ধরে নিয়ে টাকা দাবি করছে। টাকা না দিলে মেরে ফালার হুমকিও দিচ্ছে।”

পুলিশ এখন এই সরকারকেও ভয় পায় না মন্তব্য করে তিনি বলেন, “আজ পুলিশ আর সেবক নয়। তাদের হাত অনেক লম্বা হয়েছে। আগে আমরা শুনতাম, আইনের হাত অনেক লম্বা। কিন্তু এখন পুলিশের হাত অনেক বেশি লম্বা হয়েছে। তারা বলে এই সরকারকে তারাই টিকিয়ে রেখেছে।”

খালেদা জিয়া বলেন, “বর্তমান জালিম সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনা হবে।”তিনি বলেন, “পবিত্র এই মাহে রমজানে দোয়া করি আল্লাহ যেন এই জালিম সরকারের পতন ঘটায়।”

ডক্টরস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডা. মো. ওবায়দুল কবির খ‍ানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদসহ প্রমুখ।