• বৃহস্পতিবার , ৯ জানুয়ারী ২০২৫

পুলিশ বক্সে হামলা আত্মঘাতী নয়: ডিএমপি কমিশনার


প্রকাশিত: ১১:৩৮ পিএম, ২৪ মার্চ ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৮২ বার

স্টাফ রিপোর্টার  :  বিমানবন্দর সড়কের গোলচত্বরে পুলিশ বক্সে বোমা হামলার ঘটনা আত্মঘাতী নয় 55বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।শুক্রবার রাত সাড়ে ৯টার পর ঘটনাস্থলে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এটি আত্মঘাতী হামলার ঘটনা নয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে- নিহত যুবক ছিল বোমা বহনকারী। বোমা বহনকারী যেদিক দিয়ে যাচ্ছিল, সেদিকে চেকপোস্ট থাকায় হয়তো সে অতিরিক্ত সতর্ক হয়ে শরীরের থাকা বোমা লুকানোর চেষ্টা করছিল। এ সময় তা বিস্ফোরিত হয়।’

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের গোলচত্বরে পুলিশ বক্সে বোমা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত হন।