• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত


প্রকাশিত: ১১:৫২ এএম, ৮ ফেব্রুয়ারি ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলার পাঁচপীর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 22দুইজন নিহত হয়েছেন। তারা হলেন- দুলাল (৪৫) ও ইব্রাহীম (৪৪)।এসময় কাহালু থানার এএসআই ফিরোজ আলম ও কনস্টেবল বারিক আহত হয়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি এরা ডাকাত দলের সদস্য। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। কাহালু থানার ওসি নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, মঙ্গলবার রাত সোয়া ১টায় পাঁচপীর এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

টহল পুলিশ টের পেয়ে সেখানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থামার পর এলাকার লোকজনের সহযোগিতায় গুলিবিদ্ধ অবস্থায় দুলাল ও ইব্রাহীমকে উদ্ধার করা হয়। পরে তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে ভোরে তাদের মৃত্যু হয়।