• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

পুলিশের নাকের ডগায় নাটোরে জঙ্গি আস্তানা


প্রকাশিত: ৪:১২ পিএম, ১১ মে ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৭৬ বার

nator jongi-www.jatirkhantha.com.bd

নাটোর প্রতিনিধি: পুলিশের নাকের ডগায় নাটোর শহরের হরিশপুর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে তিন তলা একটি বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, নাটোর পুলিশ লাইন সংলগ্ন তিন তলা ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এবং সেখানে বিস্ফোরক রয়েছে বলে তথ্য রয়েছে তাদের কাছে।

ওই তথ্যের ভিত্তিতে বগুড়া গোয়েন্দা পুলিশের সদস্যরা বৃহস্পতিবার ভোরে নাটোর জেলা পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িটি ঘিরে ফেলেন। বগুড়া ডিবি পুলিশের অতিরিক্ত সুপার আরিফ মণ্ডল এবং নাটোর সদর থানার ওসি সিকদার মশিউর রহমানও সেখানে উপস্থিত রয়েছেন।

তবে অভিযান চলমান থাকায় বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাননি তাদের কেউ। নাটোর-ঢাকা মহাসড়কের পাশে পুলিশ লাইনের পশ্চিম দেওয়াল সংলগ্ন তিনতলা ওই নীল রংয়ের বাড়িটি চারিদিক থেকে ঘিরে সশস্ত্র পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছেন। তবে বাইরে থেকে বাড়ির ভেতরে কারও উপস্থিতি বোঝা যাচ্ছে না।
সাংবাদিকদের বাড়ির ৪০০ গজের মধ্যে যেতে দেওয়া হচ্ছে না।

স্থানীয় দোকানী মজির উদ্দিন জানান, আমজাদ হোসেন নামের একজন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ওই বাড়ির মালিক।তিনি নিজেও ওই বাসায় থাকেন। এছাড়া আরও চারটি ভাড়াটিয়া পরিবার থাকে সেখানে।তবে এ বিষয়ে কথা বলার জন্য বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।