• সোমবার , ১৩ জানুয়ারী ২০২৫

পুরান ঢাকায় ফ্লাক্স মার্কার পক্ষে গনজোয়ার-ভোটাররা পরিবর্তন চান-আব্দুর রহমানকে চান


প্রকাশিত: ৯:৪১ পিএম, ২৪ এপ্রিল ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

r-4এস রহমান.ঢাকা:  ‘পুরান ঢাকার মার্কা ফ্লাক্স মার্কা-আব্দুর রহমানকে দিলে ভোট শান্তি পাবে ডিসিসি দক্ষিনের লোক’-।পুরান ঢাকার বিভিন্ন এলাকায় শুক্রবার মানুষের মুখে মুখে ছিল ফ্লাক্স মার্কার শ্লোগান।এলাকার বাসিন্দারা নিজেরাই ফ্লাক্স মার্কার লিফলেট বিতরন করেছে এবং পোস্টারও লাগিয়েছে।এলাকার আবাল বৃদ্ধবনিতা পেশাজীবী শ্রমজীবী মানুষের হাতে হাতে ছিল আব্দুর রহমানের নির্বাচনী ইশতেহার।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার পুরান ঢাকার বিভিন্ন এলাকার মানুষ নিজেরাই উদ্যোগি হয়ে মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশের ডিসিসি দক্ষিনের পক্ষে প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের পক্ষে। এলাকার পেশাজীবী শ্রমজীবী খেটে খাওয়া মানুষের হাতে হাতে ছিল ফ্লাক্স মার্কার লিফলেট।অনেকে ডিসিসি দক্ষিনের পক্ষে প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমানের পক্ষে বিতরন করেছে তার নির্বাচনী ইশতেহার।
abdur rahman----জানা গেছে, আলহাজ্ব আব্দুর রহমান তাঁর নির্বাচনী ইশতেহারে ২৯টি গুরুত্বপূর্ণ জন দাবি চিহ্নিত করে সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ভোটারদের কাছে।তিনি বলেছেন, মেয়র আসে মেয়র যায় জনদূর্ভোগ দিন দিন বৃদ্ধি পায়।আসুন সবাই মিলে এর আমুল পরিবর্তন ঘটাই-জনমনে শান্তি ও তাঁদেও মুখে হাসি ফোটাই।
বাস্তবিকক্ষেত্রে জনমনে শান্তি ও তাঁদের মুখে হাসি ফোটাতে আলহাজ্ব আব্দুর রহমান ২৯টি জনদাবিকে নিজের দাবি হিসেবে তুলে ধরে পরিবর্তন চেয়েছেন ভোটারদের কাছে।তিনি নির্বাচনী ইশতেহারে বলেছেন, তাঁকে নির্বাচিত করা হলে তিনি ৩০ ভাগ হোল্ডিং ট্যাক্স মওকুফ করবেন,সিএনজি লাইসেন্স ফি ৫০ ভাগ মওকুফ করবেন, হকারদের স্থায়ী বরাদ্দ ও পরিচয়পত্র দেবেন,বিনা খরচে রিক্সা ভ্যান ঠেলাগাড়ির নিবন্ধন করবেন, ক্ষুদে টোকাইদের পুনর্বাসন কেন্দ্র করবেন, ভেজালমুক্ত খাদ্য ও ইনসাফপূর্ণ বাজার নিয়ন্ত্রণ করবেন, এছাড়াও তিনি ক্লিন ঢাকা এবং গ্রিন ঢাকা করবেন।
ভোটাররা বলেছেন, এসব দাবি তাঁদের মনে রেখাপাত করায় তাঁরা স্বউদ্যোগি হয়ে কাজ করছেন আব্দুর রহমানের ফ্লাক্স মার্কার পক্ষে।