• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

পাম্পে ভেজাল তেল বেঁচলে আজ থেকে সাজা-প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১:৫২ এএম, ৭ এপ্রিল ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৯৬ বার

বিশেষ প্রতিবেদক  :  পাম্পে ভেজাল তেল বেঁচলে আজ বৃহস্পতিবার থেকে সাজা দেয়া হবে বলে 2জানিয়েছেন-প্রতিমন্ত্রী নসরুল হামিদ।ভেজাল জ্বালানি তেল বিক্রি রোধে আজ থেকে সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে। অভিযানে ভেজাল তেল বিক্রিতে অভিযুক্ত পেট্রোলপাম্পের লাইসেন্স বাতিলের পাশাপাশি জরিমানাও করা হবে।

1সচিবালয়ে নিজ দফতরে তিনি জাতিরকন্ঠকে জানান, ভেজাল জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ভেজাল তেল বিক্রি রোধে বৃহস্পতিবার থেকে সারাদেশে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন আমরা তথ্য পেয়েছি,  দেশের ১২০০ পেট্রোলপাম্প ভেজাল তেল বিক্রয় করছে।

পর্যায়ক্রমে বিদেশ থেকে পেট্রোল ও অকটেন আর আমদানি করা হবে না বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশেই জ্বালানি তেল উৎপাদন করে চাহিদা মেটানো হবে।’ প্রতিমন্ত্রী আরও জানান, তেলের দাম ধীরে ধীরে আমরা সাশ্রয়ীভাবে দেখতে যাচ্ছি।

জ্বালানি তেলের মূল্যটাকে আমরা একটা যৌক্তিক রেটে নিয়ে যেতে চাচ্ছি। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে তেলের দাম কমানো হবে বলেও জানান তিনি।