• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

পাক সংসদে মহিলা এমপি’র যৌন হেনস্থা নিয়ে তুলকৈালাম!


প্রকাশিত: ১২:৩৪ এএম, ২৬ জানুয়ারী ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৯২ বার

সংবাদ সংস্থা : খাস সংসদেই মন্ত্রীর হাতে যৌন হেনস্থার শিকার হলেন পাক মহিলা সাংসদ। কিন্তু 11অভিযোগ জানানোর পরও কোনও ফল না হওয়ায় আত্মাহুতির হুমকি দিয়েছেন ওই তিনি।
অভিযোগকারিনী সিন্ধ প্রদেশের সাংসদ নুসরত সাহার আব্বাসি।

তিনি জানান, শুক্রবার সংসদেই তাঁকে নিজের ঘরে ডেকে পাঠান প্রাদেশিক মন্ত্রী ইমদাদ পিতাফি। ঘরে ডেকে নিয়ে গিয়ে ওই মন্ত্রী তাঁকে শারীরিক হেনস্থা করলে ডেপুটি স্পিকারের কাছে অভিযোগ জানান নুসরত। ডেপুটি স্পিকার নিজেও একজন মহিলা। তিনি এই বিষয়ে অভিযোগ গ্রহণ করতেই অস্বীকার করেন। এরপরই শনিবার পেট্রোলের বোতল হাতে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে নুসরত আত্মহননের হুমকি দেন।

নুসরতের পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হওয়ায় পিতাফি অবশেষে সংসদে নুসরতের কাছে ক্ষমা চাইতে বাধ্য হন। সম্মান অক্ষুন্ন রাখার নিয়মানুযায়ী তাঁর হাতে উত্তরীয়ও তুলে দেন।

ঘটনার পর আব্বাসি বলেন, ‘‘ঘটনাটার নিষ্পত্তি হয়েছে। কিন্তু যৌন হেনস্থা হলে আইন মহিলাদের কতখানি সুরক্ষা দিতে প্রস্তুত, সেই বিষয়ে এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে। আইন রয়েছে, কিন্তু তা কার্যকর হওয়া এখনও স্বপ্ন। আইনসভার সদস্যরাই লিঙ্গবৈষম্যের শিকার।’’