• সোমবার , ৬ জানুয়ারী ২০২৫

পাঁচ দিন অনশনের পর প্রেমিকের বাড়িতে আত্মহত্যা


প্রকাশিত: ২:৪৪ পিএম, ২১ সেপ্টেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫৮ বার

 

মির্জাপুর প্রতিনিধি : প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে এসে ৮ম শ্রেণীর এক ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে পাঁচ 33দিন আমরণ অনশন করে অবশেষে মঙ্গলবার বিষপানে আত্মহত্যা করেছে।

মির্জাপুর উপজেলার ৯নং বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

স্থানীয় এলাকাবাসী ও তার পরিবার প্রেমিক ও তার পরিবারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছেন।

জানা গেছে, মুন্দিরাপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে আবু রায়হান (২২)। মোবাইলের সূত্র ধরে একই উপজেলার বাঁশতৈল নয়াপাড়া পাঁচগাঁও গ্রামের কাতার প্রবাসী নজরুল ইসলামের কন্যা বাঁশতৈল নয়াপাড়া হাজী ময়েজ উদ্দিন দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী তানিয়া (১৪) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

তানিয়া বাড়িতে অবস্থান করছে এ ঘটনা টের পেয়ে প্রতারক প্রেমিক রায়হান বাড়ি থেকে পালিয়ে যায়। মৃত্যুর আগে তানিয়া সাংবাদিকদের বলেছিলেন, আমার সব শেষ হয়েছে শুধু রায়হানের কারণে। এখন সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব। শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে সে প্রমাণ করেছে রায়হানের কারণেই পৃথিবী থেকে চলে যেতে হল।