• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

পল্লবীতে বাসায় ঢুকে দুর্বৃত্তরা গুলি করেছে ভাঙ্গারী ব্যবসায়ীকে


প্রকাশিত: ১১:৫১ এএম, ৩ আগস্ট ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৮৯ বার

স্টাফ রিপোর্টার :  রাজধানীর মিরপুরের পল্লবীতে বাসায় ঢুকে দুর্বৃত্তরা গুলি করে মোহাম্মদ রাজন মিয়া (২৯) নামের এক ব্যবসায়ীকে vangri trader-www.jatirkhantha.com.bdআহত করেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মিরপুর ১১নম্বর সেকশনের কালশী স্কুলের পিছনে মাদবর বাড়ি এলাকার আলাউদ্দিন মাদবরের বাসার ২য় তলায় এই ঘটনা ঘটে।

আহতের স্ত্রী ডলি আক্তার জানান, রাজন এলাকাতে ভাঙ্গারীর ব্যবসা করে। আলাউদ্দিনের ওই বাসায় ভাড়া থাকে তারা। সকালে সবাই ঘুমিয়ে ছিল। ৬টার দিকে ৩ জন লোক তাদের দরজায় কড়া নাড়ে। ঘুম থেকে উঠে দরজা খোলার আগে জানালা দিয়ে উকি দেয় রাজন। সঙ্গে সঙ্গে জানালার গ্লাসের উপর দিয়ে গুলি করে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে তাকে উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)  হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানান স্ত্রী ডলি। তবে কে বা কারা গুলি করেছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজনের গলার ডান পাশে একটি গুলি লাগে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।