• সোমবার , ৬ জানুয়ারী ২০২৫

পল্টন ও কোতয়ালীতে অর্ধকোটি টাকার জালনোটসহ গ্রেফতার ৮


প্রকাশিত: ১২:১৯ পিএম, ২ সেপ্টেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৬১ বার

স্টাফ রিপোর্টার  :  রাজধানীর পল্টন ও কোতোয়ালি থানা এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৫২ 1লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে। এ ঘটনায় জাল নোট তৈরির সঙ্গে জড়িত আটজনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী জানান, বৃহস্পতিবার রাতে পল্টন ও কোতোয়ালি থানা এলাকায় পৃথক দুটি বাসায় অভিযান চালানো হয়। তাদের কাছ থেকে জাল নো্ট তৈরির কাগজ, কালি, গোপন সুতা, ডাইস, কম্পিউটার ও প্রিন্টার জব্দ করা হয়েছে।