• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

‘পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে’


প্রকাশিত: ১১:২১ পিএম, ১ ফেব্রুয়ারি ২৪ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

 

কূটনৈতিক রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের আসন্ন দ্বিপাক্ষিক ভারত সফরে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সেহেলি এই তথ্য জানান।

সেহেলি জানান, সফরকালে চীন প্রস্তাবিত তিস্তা প্রকল্প নিয়ে ভারত জানতে চাইলে বিষয়টি অবহিত করবে ঢাকা।এ সময় চুক্তি অনুযায়ী ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করতে পারবে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

সম্প্রতি বেনাপোল সীমান্তে বিজিবি সদস্য নিহতের ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে ভারত এবং ভবিষ্যতে যেন এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য দুই দেশ আরো সতর্কতার সাথে কাজ করবে বলে জানান এই মুখপাত্র।

মিয়ানমার সংকট নিয়ে সেহেলি বলেন, রাখাইনে চলমান সংঘাত মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, তবে আমাদের সীমান্তবর্তী নাগরিকদের যাতে কোন সমস্যা না হয় সে বিষয়ে মিয়ানমারের সাথে যোগাযোগ চলমান রয়েছে।

সেহেলি আরও জানান, পলাতক আসামী আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে, তাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া নিয়ে যোগাযোগ চলমান রয়েছে। পাশাপাশি, কানাডায় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দেশটির কাছে আহ্বান জানানো হয়েছে।