• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

পরকীয়া বহাল রেখে রোহিতের বিয়ে


প্রকাশিত: ৩:৫৪ পিএম, ১৫ ডিসেম্বর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

Sofia-www.jatirkhantha.com.bd সংবাদ সংস্থা  :  পরকীয়া বহাল রেখে রোহিতের বিয়ে নিয়ে তোলপাড় চলছে। গত ১৩ ডিসেম্বর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন রোহিত শর্মা। সঙ্গী রিতিকা সাজদে। সেই মেগা বিয়েতে হাজির ছিলেন ক্রিকেট থেকে বলিউডের প্রথম সারির তারকারা।

কিন্তু বি-টাউনে জোর গুঞ্জন একজন এ বিয়েতে মোটেই খুশি নন। তিনি সোফিয়া হায়াত। এই ব্রিটিশ মডেলের সঙ্গে রোহিতের সম্পর্কের কথা প্রায় সকলেই জানেন। দু’জনকে একসঙ্গে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় দেখাও গিয়েছে। মাঠে রোহিতের ২৬৪ রানের জবাবে তাঁকে নিজের নগ্ন ছবিও উত্সর্গ করেছিলেন সোফিয়া। কিন্তু পরে নাকি এই সম্পর্ক থেকে সরে আসেন রোহি। তবে রিতিকার সঙ্গে রোহিতের কোর্টশিপের সময়ও রোহিতের প্রতি নিজের ভালবাসার কথা বার বার প্রকাশ্যে বলেছেন সোফিয়া।

কিন্তু শেষ পর্যন্ত যখন তাঁকে ছেড়ে রিতিকাকেই বিয়ে করলেন রোহিত তখন বেজায় চটেছেন এই মডেল। বি-টাউনের একটা অংশ বলছে, সোফিয়া মনে করছেন তাঁকে প্রতারণা করছেন রোহিত। আর তাই এ ঘটনার বদলা তিনি নেবেন। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন রোহিত। কিন্তু বিয়ের পর রোহিতকে সোফিয়া আর কী উত্সর্গ করেন সে দিকেই তাকিয়ে বলি-মহল।