• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

নৌকার গণজোয়ারের কথা ভুলে ড.কামাল কহিলেন-


প্রকাশিত: ৩:৩৪ পিএম, ৩০ ডিসেম্বর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৭ বার

 

স্টাফ রিপোর্টার : নৌকার গণজোয়ারের কথা ভুলে গেছেন ড. কামাল। তাই সেই পুরনো স্টাইলে অভিযোগ করলেন। নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বললেন, ‘মিনিটে মিনিটে চারদিক থেকে ফোন আসছে। দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্বাধীনতার ৪৭ বছর পরও এমন অবস্থা। আমার আশা ছিল, অন্তত কোনো একটা কেন্দ্র থেকে কেউ বলবে সুন্দর নির্বাচন হয়েছে। কিন্তু সে রকম কোনো খবর আমি পাইনি।’

আজ রোববার বেলা ১টার দিকে রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।ড. কামাল হোসেন বলেন, ‘আমি কারও মুখে কোনো আনন্দ উল্লাস দেখছি না। যেটা হওয়া উচিত ছিল। যে খবর পাচ্ছি তা উদ্বেগজনক।’

এ সময় ঢাকা-৭ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে গণফোরামের প্রার্থী মোস্তফা মোহসীন মন্টু জানান, ‘আমার ৯৮ শতাংশ কেন্দ্র থেকে পুলিশের সহযোগিতায় এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। গতকাল রাত থেকেই আমরা খবর পাচ্ছিলাম ভোট চুরি হয়ে যাচ্ছে। কোনো সভ্য জগতে রাতে চোরের মতো জনগণের আমানত কেউ চুরি করে না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নেতা জগলুল হায়দার আফ্রিক, শাহ আহমেদ বাদল প্রমুখ।আজ সন্ধ্যা ৬টায় জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে আরেকটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এই সংবাদ সম্মেলনে জানানো হয়।