নেতাদের কারণে বিশ্বে অশান্তি বিরাজ করছে:ইসলামী সমাজ
ডেস্ক রিপোর্টার : ইসলামী সমাজ এর আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সংঘাত ও সংঘর্ষ মূলত আল্লাহ রাব্বুল আলামীনের আযাব-গজব। নেতাদের কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে চরম বিশৃংখলা ও অশান্তি বিরাজ করছে। বিশ্বের এ নাজুক পরিস্থিতিতে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। এতে মানুষের জীবনে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, অশান্তি দূর হয়ে তাদের জীবনে শান্তি প্রতিষ্ঠিত হবে।
“মানব রচিত ব্যবস্থা মেনে চলার ভয়াবহ পরিণতি এবং এ অবস্থা থেকে উত্তরণের উপায়” শীর্ষক এক আলোচনা সভায় ইসলামী সমাজ এর আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর গতকাল এসব কথা বলেছেন। এতে সভাপতিত্ব করেন ইসলামী সমাজের আকিক হাবিবুজ্জামান। সভা পরিচালনা করেন আজমুল হক। বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এই আলোচনা সভায় ইসলামী সমাজের আমীর সৈয়দ হুমায়ূন কবীর আরো বলেন, ভ্রান্ত পথে আল্লাহ রাব্বুল আলামীনের বিশেষ সাহায্য লাভ হবে না ।
সভায় আরো বক্তব্য রাখেন মো. ইসমাঈল দাড়ীয়া, সাঈদুজ্জামান খান, সাদিকুজ্জামান, মো. সোহেল, বিলাল হোসেন, গুলজার আহমেদ, সাইফুল ইসলাম, মাও. নুরুদ্দীন, আসাদুজ্জামান বুলবুল, ইউসুফ আলী, মুহা. ইয়াছিন, আবু জাফর, মো. ইকবাল, সোলাইমান কবীর প্রমূখ।