• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

নেইমার কাঁপালো আমেরিকা


প্রকাশিত: ২:২৬ পিএম, ২৩ জুলাই ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৩৫২ বার

স্পোর্টস রিপোর্টার :  স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে রেকর্ড মূল্যে ফ্রেঞ্চ লিগের প্যারিস সেইন্ট-জার্মেইতে (পিএসজি) যোগ দিচ্ছেন naimar-www.jatirkhantha.com.bdনেইমার- এমন সংবাদে বিশ্বজুড়ে যখন তোলপাড় ঠিক তখনই ফুটবল বিশ্ব দেখলো এক অনন্য নেইমারময় রাত। ব্রাজিলিয়ান এ তারকার জোড়া গোলে ক্লাব ফুটবলের প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে (আইসিসি) ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে বার্সা। জুভেন্টাসের হয়ে গোলটি করেন ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি।

আমেরিকার নিউ জার্সির এ ম্যাচ দিয়ে প্রাক-মৌসুম সফর শুরু করলো বার্সা। ম্যাচের আগেই দল পরিবর্তনের সব আশঙ্কাকে উড়িয়ে দিয়েছিলেন বার্সা ম্যানেজার আর্নেস্টো ভালভার্দে। তিনি বলেন, নেইমার কোথাও যাচ্ছেন না, পুরো দলই তাকে দলের সঙ্গে দেখতে চায়।বসের কথা মাথায় রেখে যেন দলকে উপহার দিলেন এক দুর্দান্ত জয়। ম্যাচ শুরুর পর থেকেই আক্রমণ চালাতে থাকে মেসি-নেইমাররা।naimar-www.jatirkhantha.com.bd.2

প্রথমার্ধের ১৫ মিনিটেই চমৎকার গোলে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। এরপর প্রতিপক্ষের গোলপোস্টে চালাতে থাকেন আক্রমণ। পরে ২৬ মিনিটে আরেকটি গোলে ২-০তে এগিয়ে গেলে আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে দল।

বিরতির পর সে আত্মবিশ্বাস ধরেই খেলতে থাকে কাতালানরা। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনির গোলে কিছুটা ছন্দে ফিরে জুভেন্টাস। যদিও সে গোলটির পর কোনো পক্ষেরই গোল না হওয়ায় ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।বুধবার ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ওয়াশিংটনে নামবে মেসি-নেইমাররা। ২৯ জুলাই মিয়ামিতে এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে তারা।