• শুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে: সিইসি


প্রকাশিত: ৮:১৩ পিএম, ২৮ এপ্রিল ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৬৫ বার

kazi-rakibবিশেষ প্রতিবেদক.ঢাকা:  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ জন্য তিনি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ধন্যবাদও জানিয়েছেন।
সিইসির দাবি, বেশির ভাগ কেন্দ্রে বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ কর্মকর্তা, এজেন্ট ও সাধারণ ভোটারদের কেউ কোনো অভিযোগ জানায়নি।

নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘আমি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি। এ সময় অনেকের সঙ্গে কথা বলেছি। সাধারণ ভোটারদের কাছে জানতে চেয়েছি ভোট দিতে আসতে কোনো সমস্যা হয়েছে কি না। কেউ কোনো সমস্যার কথা বলেনি।’

সিইসি বলেন, বিভিন্ন দেশের কুটনীতিকেরাও নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। তাঁরাও বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। তিনি জানান, কয়েকটি কেন্দ্রে অরাজকতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হওয়া এবং নির্বাচন পরবর্তী শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও একদিন দায়িত্বে থাকার নির্দেশ দিয়েছে ইসি।