‘নিরীহ মুসলমানকে হত্যা করলে সে জাহান্নামের আগুনে পুড়বে’
বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র ইসলাম ধর্মকে কলুষিত করার চক্রান্ত চলছে। এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করছে। একজন মুসলমান নিরীহ মুসলমানকে হত্যা করলে সে জাহান্নামের আগুনে পুড়বে-মুসলমানের রক্তের বিনিময়ে অন্যরা লাভবান হচ্ছে। যারা অস্ত্র তৈরি করে সন্ত্রাসে তারা লাভবান হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলেম-ওলামা মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত আলেম-ওলামাদেরকে জনগণের মাঝে ইসলামের মর্মবাণী তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, ইসলাম ক্ষমার ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, উন্নতির পথে এগিয়ে যাওয়ার ধর্ম।ইসলাম ধর্মে অসহায়, এতিমদের সাহায্যের কথা বলা হয়েছে। আমি আশা করি আপনারা বাংলাদেশে এই কথাটি প্রচার করবেন।
জঙ্গিবাদের নামে এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করছে জানিয়ে উদ্বেগ জানান শেখ হাসিনা। তিনি সবাইকে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পবিত্র ধর্মের সম্মান যেন কেউ ক্ষুণ্ণ করতে না পারে।
তিনি বলেন, ইসলাম যে জঙ্গিবাদের বিরুদ্ধে তা প্রত্যেক মসজিদের ইমাম এবং শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক, ওলামায়ে কেরামগণ, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক সবাই এক হয়ে প্রচার করতে হবে।
এসময় তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে কুরআন ও হাদীসের বরাত তুলে ধরেন। তিনি বলেন, পবিত্র কোরআনের শিক্ষা মুসলমান ভাই-ভাই হিসেবে বসবাস করবে। নবী করিম (সা.) বলেছেন, একজন মুসলমান নিরীহ মুসলমানকে হত্যা করলে, সে জাহান্নামের আগুনে পুড়বে।অনুষ্ঠানে শেখ হাসিনা জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারে আরও কঠোর ভূমিকা পালনের ঘোষণা দেন।