• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

নিবন্ধন অবৈধ-ইসির ওয়েবসাইটে নিবন্ধিত তালিকায় এখনও জামায়াতের নাম


প্রকাশিত: ৫:৩৭ পিএম, ১৮ জুন ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৫০ বার

Bangladesh-Jamaat-Islami-www.jatirkhantha.com.bdস্টাফ রিপোর্টার.ঢাকা: গণপ্রতিনিধিত্ব আদেশ লঙ্ঘন ও সংবিধানের সঙ্গে জামায়াতের গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় ২০১৩ সালের ১ আগস্ট নিবন্ধন অবৈধ ঘোষণার রায় দেয় হাইকোর্ট। কিন্তু ইসির ওয়েবসাইটে নিবন্ধিত দলগুলোর তালিকায় এখনও জামায়াতের নাম রয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে ইসির ওয়েবসাইটে দলগুলোর হালনাগাদ তথ্য তালিকায় জামায়াতের বিষয়ে বলা হয়েছে, মাননীয় হাইকোর্ট বিভাগ কর্তৃত পিটিশন নং ৬৩০/২০০৯ এর উপর ১ আগস্ট ২০১৩ তারিখে প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নিবন্ধন অবৈধ ঘোষিত হয়েছে।

ec-bangladesh-www.jatirkhantha.com.bdএবিষয়ে নির্বাচন কমিশনার আব্দুল মোবারক বলেন, হাইকোর্টের আদেশে জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে গেছে। ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছে জামায়াতে ইসলামী। তার চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি। অবশ্য ইসির ওয়েবসাইটে নিবন্ধিত দলগুলোর তালিকায় এখনও জামায়াতের নাম রয়েছে। সেখানে আদালতের আদেশটি উল্লেখ করে দেওয়া হয়েছে। ইসির প্যানেল আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, আপিলটি এখনো কার্যতালিকায় আসেনি। যখনই আসবে, তখন আমরা শুনানিতে অংশ নেব।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, দলীয় গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদালতের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ হয়েছে।  নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় দলটি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না।  জামায়াতের কেউ অংশ নিতে হলে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ছাড়া স্বতন্ত্রভাবে অংশ নেয়ার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালে ৩৮টি দলের সঙ্গে আগের সংসদে প্রতিনিধিত্বকারী জামায়াতও নিবন্ধন পায়। আইন অনুযায়ী,শুধু নিবন্ধিত দলগুলোই নির্বাচনে অংশ নিতে পারে। কিন্তু আদালতের রায়ে নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় দশম সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হারায় দলটি। জামায়াতের জোটসঙ্গী বিএনপি ও সমমনারাও ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে।