• শুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪

নিজ বন্দুকের গুলিতে আনসার নিহত


প্রকাশিত: ২:১৪ পিএম, ২ সেপ্টেম্বর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২৩ বার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে নিজ বন্দুকের গুলিতে মারা গেছেন জুনায়েদ নামে এক আনসার সদস্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন তিনি। তবে এটি প্রকৃত াাত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা ময়নাতদন্তে বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জুনায়েদ। মধ্যরাতে বাথরুমে যান তিনি। এরপরই গুলির শব্দ হয়। পরে বাথরুমে গিয়ে জুনায়েদের লাশ পড়ে থাকতে দেখে সহকর্মীরা।টঙ্গী মডেল থানার পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়।