• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

নিজেদের বোমায় মরল চার জঙ্গি ঈগল সন্ত্রাসী


প্রকাশিত: ৭:৩০ পিএম, ২৭ এপ্রিল ১৭ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২৫০ বার

সাইফুল বারী মাসুম শিবগঞ্জ থেকে  :  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় নিজেদের বোমায় gongi-jmb--www.jatirkhantha.com.bdgongi eagle-www.jatirkhantha.com.bd.11মরল চার জঙ্গি ঈগল সন্ত্রাসী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিটিটিসির কাউন্টার টেররিজম গ্রুপের উপ কমিশনার মহিবুল ইসলাম খান জাতিরকন্ঠকে বলেন, আস্তানাটির ভেতরে আত্মঘাতী বিস্ফোরণে চারজনই মারা গেছেন। চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খোরশেদ আলম প্রেস ব্রিফিংয়ে জানান, আস্তানার ভেতরে আত্মঘাতী হামলায় চারজন মারা গেছেন।এর আগে বিকেলে আস্তানার ভেতরে থেকে এক নারী ও এক শিশুকে উদ্ধার করা হয়েছে। নারীর নাম সুমাইয়া বেগম ও শিশুটির নাম সাজিদা খাতুন বলে জানা গেছে।

এর আগে আস্তানার ফটকে পাওয়া একটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।জানা যায়, অ্যাম্বুলেন্সযোগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এক নারী ও এক শিশুকে নিয়ে যেতে দেখেছি। তাদের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাড়ির ফটকে একটা বোমা পাওয়ার পর সেটা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম। বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার শিবনগর-ত্রিমোহনী গ্রামে আমবাগান ঘেরা ওই বাড়িটি পুলিশ ঘেরাও করার পর সন্ধ্যায় অভিযান চালায় সোয়াট। কিন্তু দুই ঘণ্টা পরই স্থগিত করে।

রাতের বিরতির পর সকাল ৯টার দিকে ফের অভিযান শুরুর পর সোয়া ১২টায় আত্মসমর্পণের শেষ আহ্বান জানানো হয়। এর আগে অভিযান শুরুর সময় থেকে এক-আধ ঘণ্টা পরপর শোনা যাচ্ছে মুহুর্মুহু গুলির শব্দ। ১০টা ৬ মিনিটে একবার বিকট বিস্ফোরণ ঘটে।

‘অপারেশন ইগল হান্ট’ নামে পরিচালিত এই অভিযান শুরুর আগেই সকাল ৮টার দিক থেকে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস। নিরাপত্তার কথা বলে পুলিশ ওই বাড়ির আশপাশের প্রায় পাঁচ শ গজের ভেতর কাউকে যেতে দিচ্ছে না।