• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

নায়িকার ‘সাইজ’ কত প্রশ্নে তেলেবেগুনে শ্রদ্ধা


প্রকাশিত: ৪:০৬ পিএম, ১৪ নভেম্বর ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৫৮২ বার

আনন্দবাজার পত্রিকা অবলম্বনে সাইফুল বারী মাসুম  :  ফেসবুক লাইভে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তেলুগু soroda-redri-www-jatirkhantha-com-bdঅভিনেত্রী শ্রভ্যা রেড্ডি।হঠাৎ এক ফলোয়ার প্রশ্ন করে বসেন, আপনার স্তনের সাইজ কত? এতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন ওই অভিনেত্রী। প্রশ্নকারীকে তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, তোমার মায়ের সাইজ কত? সেটা আগে তাকে জিজ্ঞেস কর। শ্রভ্যা রেড্ডির এ ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এতে দেখা গেছে,ভালোই চলছিল তার লাইভ চ্যাট। কিন্তু আচমকা এক ভক্ত জানতে চান ‘হোয়াট ইজ ইউর সাইজ?’
উত্তরে অভিনেত্রী বলেন, ‘তুমি কি পাগল হয়ে গেছ? আমি কি এখন এ বিষয়ে কথা বলছি? তোমার মতো মানুষের জন্য আজ ভারতের এই অবস্থা। দিনকে দিন নিচেরsoroda-redri-www-jatirkhantha-com-bd দিকে যাচ্ছে।’

এরপর তিনি বলেন, ‘আমি তো এখানে শরীর দেখাচ্ছি না। হ্যাঁ, আমার সুন্দর স্তন রয়েছে। তাতে তোমার কী সমস্যা? তোমার মায়ের কি নেই?’ অভিনেত্রী আরও বলেন, ‘আমি এরআগেও আমার পেজে স্তন বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছি। সব মেয়েরই এটা রয়েছে, প্রত্যেক মেয়ের এটা সৌন্দর্য।’

তবে শুধু ওই ভক্ত নন, পরে আরও বেশ কয়েকজন একই বিষয়ে তাকে প্রশ্ন করতে থাকেন। এক পর্যায়ে রাগতস্বরে অভিনেত্রী বলেন, ‘আমি যতই এ বিষয়ে কথা বলতে চাইছি না, ততই আপনারা এ বিষয়ে soroda-redri-www-jatirkhantha-com-bd-jpgকথা বলছেন।’ পরে বিরক্ত হয়ে ল্যাইভ চ্যাট থেকেই বের হয়ে যান তিনি।

অবশ্য ভারতে মেয়েদের এই ধরনের সমস্যার এটাই নতুন নয়। দিন কয়েক আগে রাষ্ট্রপতি প্রণব মুর্খার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকেও ফেসবুকে এ ধরনের অস্বস্তিকর প্রশ্ন করা হয়। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগও দায়ের করেছিলেন শর্মিষ্ঠা।