• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

নায়িকার গোসলের ছবি এবার নেটে-তোলপাড়


প্রকাশিত: ৩:২১ পিএম, ২৮ সেপ্টেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯১৩ বার

1

বিনোদন রিপোর্টার : নায়িকার গোসলের চবি এবার নেটে-এ নিয়ে চলছে তোলপাড়। ব্লকবাস্টার হিট ‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবি দিয়ে কেরিয়ারের শুরু করেছিলেন বলিউডের নায়িকা আমিশা প্যাটেল। তার পরে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করলেও সবগুলো তেমন ব্যবসা করতে পারেনি।

তবে ‘গদর: এক প্রেমকথা’, ‘হামরাজ’ ছবিগুলো ভালো ব্যবসা করলেও দর্শক তাকে মনে রেখেছে ‘কাহো না প্যায়ার 66হ্যায়’ ছবির জন্যই।

তবে সম্প্রতি নিজেকে আলোচনায় রাখতে নানা ধরনের কৌশল অবলম্বন করছেন নায়িকা। কখনও ‘মহেঞ্জো দড়ো’ ছবির অভিনেত্রী পূজা হেগড়েকে দোষারোপ করে আবার কখনও বা বলিউডি পার্টিতে খোলামেলা পোশাক পড়ে। তবে এ বার যা করলেন তা তার আগের সব পাবলিসিটি স্টান্টের চেষ্টাকে ছাড়িয়ে গিয়েছে।3

সম্প্রতি, বাথরুমে নিজের গোসলের ছবি তুলে তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন আমিশা। পরণে তার কালো ও সোনা-রঙা করসেট এবং হট শর্টস। চোখে সানগ্লাস।এই সিজলিং স্নানের ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘সাওয়ার লাইক এ টকস্টার’।

সে ছবি এখন ওয়েব দুনিয়ায় ভাইরাল। তবে ইন্ডাস্ট্রির অনেকেরই বক্তব্য, ‘টকস্টার’ নয় আসলে ওটা ‘রকস্টার’। লেখার সময় কোনোভাবে ‘আর’ এর বদলে ‘টি’ পড়ে গেছে।