• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

নায়ক হয়ে খুলনায় ম্যাজিক মিরাজ-মানুষের ভালবাসায় সিক্ত বিস্ময়বালক


প্রকাশিত: ৯:৪১ পিএম, ১ নভেম্বর ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৭৮ বার

স্পোর্টস রিপোর্টার  :  এ যেন নায়ক হয়ে খুলনায় ম্যাজিক মিরাজ। মানুষের ভালবাসায় সিক্ত বিস্ময়বালক।অভিষেক টেস্টে 1অবিশ্বাস্য বোলিং করে ক্রিকেট বিশ্বের মন জয় করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক মিরাজ খুলনায় ব্যস্ত সময় কাটিয়েছেন। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠন ও জেলা প্রশাসনের ধারাবাহিক সংবর্ধনা আর ফুলেল শুভেচ্ছা গ্রহণেই সময় পার করেছেন মিরাজ। সোমবার রাতে খুলনার বাসায় আসার পর থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত আর মায়ের হাতের খাবার খাওয়ার সুযোগ হয়নি তার।2

বাইরের অনুষ্ঠান তো আছেই, বাড়িতে এসেও রক্ষা নেই। মানুষের ভিড় লেগে আছে যে বাসাতেও! আর হবেই বা না কেন, ইংলিশ ব্যাটসম্যানদের ঘূর্ণি জাদুতে খেই হারিয়ে যারর ছোঁয়ায় এসেছে অবিস্মরণীয় এক জয়, তাকে দেখতে এমন ভিড় তো হবেই।

ব্যস্ত সময় পার করা মিরাজকে তবু খানিকটা সময় পাওয়া গিয়েছিল কথা বলার জন্য। সেই আলাপচারিতায় জাতীয় দল প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এর আগে জাতীয় দল কখনও বড় কোনও দলের সঙ্গে জয় পায়নি। ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া এবং ভাল পারফরম্যান্সে বোর্ডের সবাই খুশি। তারা এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য সতর্ক থাকতে বলেছেন। খেলায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।’

সোমবার রাতে মিরাজ খুলনায় আসার পর স্থানীয় লোকজন সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তাকে। তারপর গভীর রাত পর্যন্ত মিরাজের বাড়িয়ে ছিল উৎসুক জনতা, শুভাকাঙ্ক্ষি ও বন্ধুদের ভিড়। রাতে বাসায় থাকার সুযোগ হলেও ভোর হতে না হতেই বন্ধুদের চাপে ঘুম ভাঙে মিরাজের।

সকালে খুলনা ২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান তার বাসায় যান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এরই এক ফাঁকে মিরাজ বেরিয়ে পড়েন বন্ধুদের সঙ্গে। দুপুরে বাসায় ফিরলেও মানুষজনের ভিড়ে বাবা-মায়ের সঙ্গে ‍খুব একটা কথা বলার সুযোগ হয়নি তার। তার বাবা জালাল হোসেন ব্যস্ত ছিলেন ভিড় সামলাতে।

স্থানীয় কাশিপুর দক্ষিণ পুরান জামে মসজিদে মিরাজ জোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে মসজিদের সামনেও জমে যায় ভিড়। কোনও রকমে ওই পরিস্থিতি সামলে আবারও বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন মিরাজ। বিকাল ৫টায় সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে তার জন্য সংবর্ধনা সভা আয়োজন করা হয়। সংবর্ধনা-শুভেচ্ছা শেষে রাতে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর বুধবার সকালে খুলনা ছাড়বেন মিরাজ। এর পর লক্ষ্য বিপিএল, যেখানে খেলবেন তিনি রাজশাহী কিংসের হয়ে।

মিরাজের বাবা জালাল হোসেন বলেছেন, ‘ছেলের সঙ্গে আমি একান্তে কথা বলার সুযোগই পাচ্ছি না।  মানুষকেই সময় দিতে ব্যস্ত মিরাজ। অল্প সময়ের জন্য আসার কারণে ঘরের মানুষই ওকে কাছে পাচ্ছে না। তারপরও আমরা পরিবারের সদস্যরা এটা স্বাভাবিকভাবে নিতে চেষ্টা করছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘সোমবার রাতে মিরাজ বাসায় আসার পর ওর মা মিষ্টি-মুখ করিয়েছিল। তারপর থেকে আমরা বাবা-মা ওকে কোনও খাবার দিতে পারিনি।’