• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

নারী পুলিশ ধর্ষক কনস্টেবল পাকরাও


প্রকাশিত: ১১:০৪ এএম, ২০ আগস্ট ১৭ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬৩ বার

স্টাফ রিপোর্টার :  রাজধানীতে নারী পুলিশকে ধর্ষণের অভিযোগে রাজারবাগ পুলিশ লাইন্সের কনস্টেবল আরিফুল ইসলামকে গ্রেফতার police-www.jatirkhantha.com.bdকরেছে পুলিশ। ধর্ষণের অভিযোগে শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী কনস্টেবল। মামলা নম্বর ৩৪।পরে আরিফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই নারী কনস্টেবলকে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেয়া হয়েছে। শাহজাহানপুর থানার ডিউটি অফিসার সঞ্জয় কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, মাস খানেক আগে মালিবাগের হোটেল মৌচাকের ৬ষ্ঠ তলা ৬০৬ নম্বর রুমে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় পুলিশের ওই নারী কনস্টেবলকে। প্রাথমিক তদন্তের পর ওসি শফিকুল ইসলাম মোল্লা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেন।