• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

শুভ জন্মাষ্টমী-নানা আয়োজনে উদযাপিত


প্রকাশিত: ৭:২০ পিএম, ২ সেপ্টেম্বর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১২৫ বার

স্টাফ রিপোর্টার :   কীর্তন-র‍্যালি-আলোচনা সভাসহ নানা আয়োজনে সারা দেশে উদযাপিত শুভ জন্মাষ্টমী।হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে মথুরায় কংসের কারাগারে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকে চলছে নানা আনুষ্ঠানিকতা।

এদিকে রাজশাহীর হুলমানজি আখড়ায় সকালে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আনুষ্ঠানিকতা। এরপর আলুপট্টি মোড় থেকে র‍্যালি বেরিয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট আলোচনা সভা হয় অনুষ্ঠিত হয়।র‍্যালি-মন্দিরে গীতাযজ্ঞ, কৃষ্ণপূজা, আলোচনাসভা, কীর্তনসহ নানা আয়োজনে সিলেটেও জন্মাষ্টমী পালন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

খুলনাতেও নানা আয়োজনে জন্মাষ্টমী পালিত হচ্ছে। জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সর্বসভা মন্দিরে আলোচনা সভার পাশাপাশি ছিল শোভাযাত্রা-পুজা-আর্চনার আয়োজনও।শোভাযাত্রা-কীর্তন-রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজনে জন্মাষ্টমী পালিত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামেও। সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও হিন্দু সম্প্রদায়ের শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উৎসব পালিত হয়েছে।

দুপুরে শ্রী শ্রী কালিবাড়ীর উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী কালিবাড়ি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।এছাড়া, দেশজুড়েই নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে শুভ জন্মাষ্টমী।