• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

নাগরিকের সুবিধা নিশ্চিত করা হবে-রহমান


প্রকাশিত: ৮:৪৮ পিএম, ২২ জানুয়ারী ২০ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৬০ বার

ওয়ারী প্রতিনিধি : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দক্ষিণ সিটির ওয়ারী থানার বিভিন্ন অঞ্চলে অব্যাহতভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়রপ্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান। বুধবার বিকাল ৩ টা থেকে রাত পর্যন্ত রাজধানীর ওয়ারী থানার আরকে মিশন রোড, জয়কালী মন্দির রোড, স্বামীবাগসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরনেতা প্রকৌশলী এহতেশামুল হক, শ্রমিকনেতা আলহাজ্ব জাহাঙ্গীর আলম, মুফতী ছিদ্দিকুর রহমান হাজী আব্দুল ওয়াহ্হাব খান, হাজী রুবেল, ছাত্রনেতা ইমরান হোসাইন নূরসহ ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন।

পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখার প্রার্থীর প্রতি গণমানুষের শ্রদ্ধা ও ভালবাসা ক্রমেই বেড়ে চলছে। মানুষের ধারণা ভোট দিতে পারবে কিনা। মানুষের মধ্যে শঙ্কা ও উৎকন্ঠা বিরাজ করছে। ভোট দিতে পারলে তারা হাতপাখায় ভোট দেয়ার ওয়াদা করেন। গণসংযোগ ও পথসভাগুলো বিশাল গণমিছিলে রূপ নেয়। এ সময় রাস্তার দু’পাশে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে মেয়রপ্রার্থী কে শুভেচ্ছা জানান।