নববর্ষে এবার আনন্দ ফোয়ারার উল্লাস ঘটবে হাতিরঝিলে
প্রিয়া রহমান : নববর্ষে এবার আনন্দ ফোয়ারার উল্লাস ঘটবে হাতিরঝিলে । রাজধানীর হাতিরঝিলে ইতিমধ্যে স্থাপিত হয়েছে অ্যাম্ফিথিয়েটার, মিউজিক্যাল ফাউন্টেন ও ভাসমান ফোয়ারা। এগুলো দেশবাসীর জন্য ‘নববর্ষের উপহার’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ।এ সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি মানুষের চিত্ত বিনোদনের ব্যাবস্থা করতেও আমাদের সরকার আন্তরিক’।
বঙ্গাব্দ ১৪২৪ শুরুর আগের দিন বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব স্থাপনার উদ্বোধন করেন।শেখ হাসিনা বলেন, ‘যারা টেলিভিশনে বা ফেইসবুক লাইভে এই অনুষ্ঠান দেখছেন, তাদের সকলকে বাংলা নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি’।
এবার মানুষ লাল সবুজের রং ছড়িয়ে হাতিরঝিল ফোয়ারায় পানির নাচন দেখবে। রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার এই মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেন এশিয়ার মধ্যে ‘সবচেয়ে বড়’ বলে অনুষ্ঠানে দাবি করেন হাতিরঝিল প্রকল্পের পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ।