• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

নতুন মন্ত্রিদের নিয়ে স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৯:৪৩ পিএম, ৮ জানুয়ারী ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৫ বার

 

বিশেষ প্রতিনিধি : টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে শেখ হাসিনা ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে যান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।ধানমণ্ডি থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

একাদশ সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর শেখ হাসিনা সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছ থেকে টানা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের শপথ নেন।ওই অনুষ্ঠানেই শেখ হাসিনার সরকারের ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের শপথ নেন।