• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

ধোনির স্ত্রী নিরাপত্তায় পিস্তল চান


প্রকাশিত: ৭:২৩ পিএম, ২০ জুন ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

স্পোর্টস রিপোর্টার :  ভারতীয় ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী প্রাণ সংশয়ে ভুগছেন। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি। mahendra-singh-dhoni-and-sakshi-www.jatirkhantha.com.bdতাই নিরাপত্তার জন্য সরকারের কাছে একটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। কিন্তু কি কারণে এতো শঙ্কিত তা জানায়নি সাক্ষী।
দেশটির সরকারের পক্ষ থেকে ধোনি সব সময়ই বিশেষ নিরাপত্তা পেয়ে থাকে। তার ঝাড়খন্ডের বাড়িতেও বিশেষ নিরাপত্তা দেয়া হয়। কখনো কখনো প্রয়োজন হলে সেই নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো হয়। তারপরও ধোনির স্ত্রী নিজের নিরাপত্তার জন্য নিজের উপর ভরসা রাখতে চাইছেন।

আগ্নেয়াস্ত্রের আবেদন করে সাক্ষী জানান, বেশিরভাগ সময় তিনি বাড়িতে একাই থাকেন। ব্যক্তিগত কারণে কাজের জন্য তাকে একা ঘুরতে হয়। নিরাপত্তার অভাব থাকায় তার অবিলম্বে বন্দুক দরকার।’২০১০ সালে ধোনি নিজের জন্য বন্দুকের আবেদন করেছিলেন। এবার আবেদন করলেন তার স্ত্রী। এই আবেদনের প্রেক্ষিতে যদি তাকে অনুমতি দেয়া হয় তাহলে হয় পিস্তল, নইলে ০.৩২ রিভলভার কিনবেন সাক্ষী।