দেশে গণতন্ত্রবিরোধী নানা ষড়যন্ত্র চলছে:হাফিজ
ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল বিএনপি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে প্রাণপণ সংগ্রাম করে এসেছে বিএনপি, যার ফলশ্রুতিতে আমরা ৫ আগস্ট পেয়েছি।
স্টাফ রিপোর্টার : দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরিতে ভারতের ইন্ধন রয়েছে কিনা তা ভাবা প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে এমনটা জানান তিনি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশে গণতন্ত্রবিরোধী নানা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় চলতি বছরের মধ্যে নির্বাচন দেয়া উচিত।
আগামীতে গণতন্ত্রের যাত্রার পথে বাধা হতে পারে এজন্য দেশে বিশৃঙ্খলা করা হচ্ছে কিনা এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরিতে ভারতের ইন্ধন রয়েছে কিনা, তা ভাবা প্রয়োজন। দেশের যত বিশৃঙ্খলা হচ্ছে এসব শেখ হাসিনা উস্কে দিচ্ছেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল বিএনপি। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে প্রাণপণ সংগ্রাম করে এসেছে বিএনপি, যার ফলশ্রুতিতে আমরা ৫ আগস্ট পেয়েছি। কেউ কেউ বলার চেষ্টা করেন দেড় মাসের সংগ্রামেই নাকি আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে। তাদের ধারণাই নেই আওয়ামী লীগ কত নিষ্ঠুর একটি রাজনৈতিক দল, কীভাবে তারা মানুষকে দমন করে।