‘দেশে আইএস নেই তবে মতাদর্শে বিশ্বাসীরা আছে’
স্টাফ রিপোর্টার : দেশে আইএস নেই। তবে আইএসের অনুসারীর মতাদর্শে বিশ্বাসী লোকজন আছে। তারাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।শনিবার (১৮ মার্চ) রাজধানীর ধানমন্ডি সুফিয়া কামাল কমপ্লেক্স জঙ্গিবাদ বিরোধী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ধর্মের অপপ্রচার চালিয়ে এ নাশকতা চালানো হচ্ছে। আর এসব ঘটনায় আতংকিত হওয়ার কিছু নেই। জাতীয় পর্যায়ে কাউন্টার টেরোরিজম ইউনিট গঠনের কাজ চলছে। জঙ্গিবাদ বিশ্বের জন্য সমস্যা। সে সমস্যা মোকাবেলা প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী।