দুই ভাইয়ের করুণ মৃত্যু-উত্তরায় গ্যাস বিস্ফোরণের দায় কার ?
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হওয়া একই পরিবারের পাঁচজনের মধ্যে দুজন মারা গেছে। আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।
তারা হলো সারলিন বিন নেওয়াজ (১৫) ও তার ১৪ মাস বয়সী ভাই জায়ান বিন নেওয়াজ। সারলিন উত্তরা রাজউক মডেল কলেজের দশম শ্রেণিতে পড়ত।বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে সারলিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেলে দায়িত্বরত পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম। তিনি জানান, বিকেল পাঁচটার দিকে সারলিনের মৃত্যু হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. মোজাম্মেল জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জায়ান বিন নেওয়াজের মৃত্যু হয়।আজ ভোরে উত্তরা ১৩ নম্বর সেক্টরে এক বাড়িতে গ্যাস বিস্ফোরণে সারলিন, জায়ান, তাদের বাবা-মা ও এক ভাই দগ্ধ হন। বাকি তিনজনই বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
প্রতিবেশী মনিরুজ্জামান জানান, শাহনেওয়াজ আমেরিকান অ্যাম্বাসির মেইনটেন্যাস্ট ইঞ্জিনিয়ার। সকালে তার স্ত্রী সুমাইয়া বেগম রান্না করতে যান। হঠাৎ গ্যাসপাইপ বিস্ফোরিত হয়ে ঘরে আগুন লেগে যায়। আগুনে একই পরিবারের ৫ জন গুরুতর দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।