• মঙ্গলবার , ১৩ মে ২০২৫

দুই ক্রিকেটারের সেক্সি স্ত্রীর পরকীয়া ইনিংস


প্রকাশিত: ৮:২০ পিএম, ১৪ মে ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪০৩ বার

দীনা করিম   :   ক্রিকেটারদের পরকীয়া ইনিংস নিয়ে বেশ তোলপাড় চলছে।একজন ভারতীয় porkia enings-www.jatirkhantha.com.bdআরেকজন শ্রীলংকান ক্রিকেটারের এই পরকীয়া ইনিংসে শেষমেষ ভেঙ্গে গেছে দুটি পরিবারের আশা আকাংখা। বিষয়টি নিয়ে সতীর্থদের মধ্যে বিচার আচার হলেও পরকীয়া ইনিংস ভাংতে পারেননি কেউ’ই।

সূত্র জানায়, দুই ক্রিকেটার ভাগিয়ে নিয়েছেন নিজের সতীর্থ ক্রিকেটারের স্ত্রীকে। এমন ঘটণা ঘটিয়েছেন ক্রিকেট বিশ্বের দুই ওপেনার ব্যাটসম্যান। তাদের মধ্যে একজন ভারতীয় ওপেনার মুরালি বিজয়। তার স্ত্রীর নাম স্ত্রী নিকিতা ভানজেরা। ভারতীয় ব্যাটসম্যান ও উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিকের স্ত্রী ছিলেন নিকিতা।

000একসময় দীনেশ ও মুরালী একে অপরের ঘনিষ্ঠ জন ছিল। এরই সুবাধে মুরালির সঙ্গে নিকিতার সম্পর্ক তৈরি হয়। পরে কার্তিকের স্ত্রীকে বিয়ে করেন মুরালি। ছাড়াছাড়ি হয় কার্তিক-নিকিতার।

অপরজন হলেন শ্রীলঙ্কা দলের ওপেনিং ব্যাটসম্যান উপুল থারাঙ্গা। দিলশানের স্ত্রী নীলঙ্কাকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন তিনি। থারাঙ্গার সাথে গোপন প্রেমের বিষয় জানার পর তোলপাড় হয় শ্রীলঙ্কায়।