• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

দীপিকাকে ভুলে শ্রিয়ার গলায় ব্রাভো..


প্রকাশিত: ২:৫৯ পিএম, ৩০ অক্টোবর ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৩০ বার

0

বিনোদন রিপোর্টার : একসময় দীপিকা পা0000ড়ুকনের দিকে তাকিয়ে থাকলে তিনি মুগ্ধ হয়ে যেতেন। চোখ ফেরাতে পারতেন না। দীপিকার সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে কার্পণ্য করতেন না ক্যারিবীয় অলরাউন্ডার ডুয়ানে ব্রাভো।এখন সেই ব্রাভোই 0রাতারাতি ভুলে গেছেন দীপিকাকে।00

তাকে ভুলে নতুন করে প্রেমে মজেছেন আরেক ভারতীয় নায়িকা শ্রিয়া সরণের।সম্প্রতি ডুয়ানে ব্রাভোকে দেখা গেছে ভারতের দক্ষিণী ছবির হার্ট থ্রব শ্রিয়া সরণের সঙ্গে। তাদের মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে একসঙ্গে দেখা গেছে।সঙ্গে সঙ্গে ব্রাভো এবং এই অভিনেত্রীর ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

আর তা ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। শ্রিয়া ও ব্রাভোর পোশাকেও ছিল দারুণ মিল। শ্রিয়া পরেছিলেন কালো রঙের জাম্প স্যুট। ব্রাভো পরেছিলেন কালো রঙের একটি শার্ট, সঙ্গে জিন্স।