• বুধবার , ১ জানুয়ারী ২০২৫

দিয়াবাড়ি অপারেশন-৫টি ওয়ারলেস সেট ইলেক্ট্রনিক্স ডিভাইস বিপুল বিস্ফোরক উদ্ধার


প্রকাশিত: ৩:১১ পিএম, ২৫ জুন ১৬ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৫০ বার

1বিশেষ প্রতিনিধি   :  রাজধানীর উত্তরার দিয়াবাড়ি খালে আবারো পুলিশ, ডিবি ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা যৌথভাবে অভিযান শুরু করেছে। অভিযানে এবার ৫ টি ওয়ারলেস সেট ও ‘তিন ব্যাগ ইলেক্ট্রনিক্স ডিভাইস ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে জানানো হয়, আজ শনিবার সকালে খালের ৪ নম্বর ব্রিজের নিচ থেকে ‘ব্যাগ’ তিনটি উদ্ধার করা হয়। দিয়াবাড়ির খালে আরও অস্ত্র থাকতে পারে এমন সন্দেহে আজ সকালে পুলিশ ডুবুরি পাঠাতে অনুরোধ করে। এরপর বেলা ১১টা ৪০ মিনিটের সময় তিনজন ডুবুরি ওই খালে নেমে ব্যাগগুলো উদ্ধার করেন। ব্যাগে ‘ইলেকট্রনিক ডিভাইস’ পাওয়া  যায়।

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন ওই খাল থেকে সাতটি ট্র্যাভেল ব্যাগ ভর্তি ৯৭টি পিস্তল, ৪৬২টি ম্যাগাজিন, এক হাজার ৬০টি গুলি, ১০টি বেয়নেট ও ১০৪টি গুলি তৈরির ছাচ উদ্ধার করে পুলিশ। তার পরের দিন একই জায়গা থেকে আরও এক কার্টন ম্যাগাজিন উদ্ধার করে ফায়ার সার্ভিস।বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনাটির তদন্তভার দেয়া হয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগকে।

ওই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা না হলেও ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বিএনপি-জামায়াত জোটের দিকে ইঙ্গিত করে বলেছেন, ‘নারী-শিশু হত্যায় জড়িত চক্রটিই’ ওই অস্ত্র মজুদ করেছিল বলে তার ধারণা। উত্তরার ওই অস্ত্র উদ্ধারের ফলে জাতি বড় ধরনের সহিংসতা ও নাশকতার হাত থেকে ‘বেঁচে গেছে’ বলেও তিনি মন্তব্য করেছেন।

পুলিশের গণমাধ্যম কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ডিএমপি কমিশনার বলেছিলেন, এটি কোনো সাধারণ সন্ত্রাসীর কাজ নয়। এগুলো মজুদের সঙ্গে দেশি-বিদেশি চক্র জড়িত।আজকের অভিযানে বিষয়ে পুলিশের উপ কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দিয়াবাড়িতে অভিযান চলছে।