• মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫

দারুস সালামে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা


প্রকাশিত: ৬:৫৭ পিএম, ১০ জানুয়ারী ১৭ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ৫৫ বার

স্টাফ রিপোর্টার  :  রাজধানীর দারুস সালামে দুই সন্তানকে হত্যার পর মা নিজেই আত্মহত্যা aকরেছেন। পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার দারুস সালামের ছোটদিয়া বাড়ির একটি বাসায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- মা আনিকা (২০), মেয়ে শামিমা (৩) ও ছেলে আবদুল্লাহ (৫)।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফারুকুল আলম জানান, ধারণা করা হচ্ছে- দুই সন্তানকে গলাকেটে হত্যার পর মা ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেন।কী কারণে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।