• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

দারিদ্র্য ক্ষুধামুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ছি আমরা: প্রধানমন্ত্রী


প্রকাশিত: ৫:৪৩ পিএম, ২৬ মার্চ ২৩ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৬৯ বার

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা দেশবাসীর সহযোগিতা নিয়ে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে।রোববার ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসীকে দেয়া এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

দেশে এবং বিদেশে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত “সোনার বাংলাদেশ” গড়ে তুলি। বাংলাদেশ হবে একটি স্মার্ট দেশ।’

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সরকারপ্রধান বলেন, ‘২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম ও ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি।’